বাঁশখালীতে হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম মোঃ ফারুক ফয়সাল

বাঁশখালী  প্রতিনিধিঃ
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’ চট্টগ্রাম দক্ষিণের আওতাধীন বাঁশখালী উপজেলা শাখার হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাঁশখালী পৌরসভার অন্তর্গত ৫ নং ওয়ার্ডের ছৈয়দ বাহার উল্লাহ পাড়া বাহরুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের মোঃ ফারুক ফয়সাল (১০) নামে এক শিশু শিক্ষার্থী ‘ঘ’ গ্রুপে অংশগ্রহণ করে বাঁশখালী উপজেলায় ৩০ পারা গ্রুপে সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন। সে উপজেলার দক্ষিণ জলদি ৯ নং ওয়ার্ডের আব্দুস সবুরের পুত্র। তার পাশাপাশি মোঃ শরীফুল ইসলাম (১১) নামে আরেক শিক্ষার্থী ১০ পারায় ‘খ’ গ্রুপে ৩য় স্থান অধিকার করেছেন। তিনি ও দক্ষিণ জলদি ৯ নং ওয়ার্ডের জসিম উদ্দিনের পুত্র। উক্ত মাদ্রাসা থেকে ৭ জন পরীক্ষার্থীদের মধ্যে ৬ জন বিভিন্ন গ্রুপে উত্তীর্ণ হয়েছেন। পুরষ্কার হিসেবে তাদের কে নগদ অর্থ, ক্রেস্ট, প্রশংসাপত্র, সনদসহ ইয়েস কার্ড প্রদান করা হয়। গত ৪ নভেম্বর হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে চট্টগ্রাম দক্ষিণের আওতাধীন বাঁশখালী উপজেলা শাখার হিফজুল কুরআন প্রতিযোগিতা বৈলছড়ি দারুল উলুম মারকাজুচ্ছুন্নাহ মাদরাসায় সম্পন্ন হয়েছে। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের জেলা ও উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ। পুরষ্কার হিসেবে “হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ” পক্ষ থেকে তাদেরকে নগদ অর্থ, ক্রেস্ট, প্রশংসাপত্র, সনদসহ ইয়েস কার্ড প্রদান করা হয়। বাহরুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ মুনীরুল্লাহ রব্বানী বলেন, আমার মাদ্রাসা থেকে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’ উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৭ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। তার মধ্যে মোঃ ফারুক ফয়সাল ৩০ পারা গ্রুপে সর্বোচ্চ নাম্বার পেয়ে ১ম স্থান এবং শরীফুল ইসলাম ১০ পারা গ্রুপে ৩য় স্থান সহ মোট ৬ জন শিক্ষার্থী বিভিন্ন গ্রুপে উত্তীর্ণ হয়েছে। তাদের কে নিয়ে আমরা গর্ববোধ করি। তাদের এই অর্জনে আমার মাদ্রাসার সুনাম বৃদ্ধি পেয়েছে। ‘আমরা আশা করি ভবিষ্যতে আরও ভালো রেজাল্ট করতে পারবো। আগামী ১২ নভেম্বর ২৩ ইং রোজ রবিবার জেলা ভিত্তিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবেন। আমি তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনায় মহান রব্বুল আলামীনের দরবারে দোয়া করি। যেন তাদের ভবিষ্যত আরও ভালো রেজাল্ট অর্জন করতে পারে।
মন্তব্য করুন

Your email address will not be published.