সাতকানিয়ায়- পানির খরচে মরে যাচ্ছে কৃষক,স্কীম ম্যানেজারদের বিরুদ্ধে ওঠেছে অভিযোগ 

সৈয়দ আককাস উদদীন  চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কৃষকদের ধানিজমিতে কানি প্রতি অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ ওঠেছে স্কীম ম্যানেজার বা (পানিওয়ালাদের) বিরুদ্ধে। আজ শুক্রবার উপজেলার কেঁওচিয়াসহ বেশ কয়েকটি ইউনিয়নে পরিদর্শনে গেলে প্রতিবেদককে এমন তথ্য জানান স্থানীয় কৃষকরা। জানা যায়, তিনদিন আগে ২৯শে এপ্রিল- কেঁওচিয়া ইউনিয়নের বেশ কয়েকজন কৃষক বিষয়টি লিখিত আকারে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর সংশ্লিষ্টদের … Continue reading সাতকানিয়ায়- পানির খরচে মরে যাচ্ছে কৃষক,স্কীম ম্যানেজারদের বিরুদ্ধে ওঠেছে অভিযোগ