পেকুয়ায় চিংড়ি পোনাসহ আটক ২, ২০ হাজার টাকা অর্থদণ্ড

সাগর থেকে মাছ ধরা নিষিদ্ধের নির্দেশনা অমান্য করে রাতের আঁধারে পেকুয়া ও কুতুবদিয়া চ্যানেল হতে অবৈধভাবে চিংড়ি পোনা আহরণ ও সরবরাহের সময় পোনাবাহী গাড়িসহ দুজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

আটককৃতরা হল আবু বক্কর ছিদ্দিক ও মিনহাজ উদ্দিন।

রোববার দিবাগত রাতে উপজেলার মগনামা ঘাট এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৫ হাজার চিংড়ি পোনা জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তিদের মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম। পরে জব্দকৃত চিংড়ি পোনাগুলো বাগগুজরা নদীতে অবমুক্ত করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.