নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের সৌন্দর্যমন্ডিত সি.আর.বি তে (২৬শে মে) শুক্রবার সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত অফলাইন মিট-আপে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ডিভিশন টিমের সম্মানিত প্রমোশন ম্যানেজার জনাব জাহিদুল ইসলাম এবং কক্সবাজার জেলা টিমের লিডার, কো-লিডার সহ কার্যনির্বাহি টিমের সদস্যবৃন্দ। উক্ত মিট-আপের সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম জেলা টিমের সম্মানিত পলিটেকনিক ম্যানেজার সাইফুল ইসলাম সুজন।
কক্সবাজার জেলা টিমের লিডার এরফান মাহমুদ মিনহাজ বলেন. ওয়ান ওয়ে স্কুলে যুক্ত হয়ে কমিউনিটি বিল্ড -আপের পাশাপাশি দেশের অদক্ষ তরুণ-তরুণীর দক্ষতা উন্নয়নের সুযোগ পেয়েছি। তিনি আরও বলেন, আমার কক্সবাজার জেলাকে আরও সুসংহত, অদক্ষ জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি ও বেকারত্ব দূরীকরণে জেলার প্রত্যেকটি ইউনিভার্সিটি, পলিটেকনিক, কলেজ এবং স্কুলে ‘ওয়ান ওয়ে স্কুল’ এর বার্তা এবং সেবা পৌছে দিবে। আমরা চট্টগ্রাম বিভাগের আওতাধীন কক্সবাজার জেলা টিমের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওয়ান ওয়ে স্কুলের সম্মানিত ফাউন্ডার জনাব সিফাতুর রহমান সিফাত,এক্সিকিউটিভ ডিরেক্টর ফারিয়া হক, ম্যানেজিং ডিরেক্টর দীপ্ত হালদার,অপারেশন ডিরেক্টর সাফায়েত হোসাইন, জেনারেল ম্যানেজার ও চট্টগ্রাম বিভাগীয় কো অডিনেটর নুসরাত জাহান এবং চট্টগ্রাম বিভাগীয় টিম লিডার মোহাম্মদ রাসেল সহ সকল বোর্ড অব মেম্বারস,সেন্ট্রাল টিম ও চট্টগ্রাম বিভাগীয় টিমের সকল দায়িত্বশীল। আসুন অদক্ষ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করি।
আরো পড়ুন