শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাঁশখালী উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বাঁশখালী প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দুর্গোৎসব সুন্দর ও সুশৃঙ্খল ভাবে উদযাপনের লক্ষ্যে বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যেগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠান বৃহস্পতিবার (৫ অক্টোবর) বেলা ১২ টায় বাঁশখালী উপজেলা পরিষদ ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উৎসব মুখর পরিবেশে যথাযোগ্য ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাঁশখালীতে প্রতিটি পূজা মন্ডপে প্রতিবছরের ন্যায় শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হবে। প্রতিবারের ন্যায় এই বছরও যাতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হয় তার জন্য বাঁশখালীর সকলের প্রতি আহবান জানিয়েছেন উপজেলা প্রশাসন । উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালীব সাদলী, থানা অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন পিপিএম, বীরমুক্তিযোদ্ধা আহমদ ছফা, শীলকূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কায়েস সরওয়ার সুমন, পুকুরিয়া ইউপি চেয়ারম্যান আসহাব উদ্দীন, চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, শেখেরখীল ইউপি চেয়ারম্যান মোরশেদুল আলম, পৌরসভার প্যানেল মেয়র রোজিয়া সোলতানা রোজি, ডাক্তার দিদারুল হক শাকিব, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ইনচার্জ আজাদুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সভাপতি ও পৌরসভার কাউন্সিলর বাবু প্রণব দাশ, গন্ডামারা ইউপির প্যানেল চেয়ারম্যান ওসমান গনি, সাধনপুর ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ এজাজ উদ্দিন, বাঁশখালী প্রেস ক্লাবের সভাপতি শফকত হোসাইন চাটগামী, সাধারণ সম্পাদক শাহ মুহাম্মদ শফি উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতলব কালু, সাংবাদিক আবু বক্কর বাবুল, মুহাম্মদ মিজান বিন তাহের প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.