সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা দায়ের

 

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়ায় মোটরসাইকেল গতিরোধ করে জাতীয় স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার সাতকানিয়া প্রতিনিধি মো. সাইফুদ্দিনের উপর দলবেঁধে হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যায় ভুক্তভোগী সাংবাদিক মো. সাইফুদ্দিন বাদী হয়ে ৪ জনকে আসামি করে সাতকানিয়া থানায় মামলাটি দায়ের করেন।

মামলার আসামীরা হলেন, উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গোয়ালউড়া ফরেস্ট অফিস এলাকার নুরুল হক মাস্টারের বাড়ির মৃত লেদু মিয়ার পুত্র নুর মোহাম্মদ (৫০), তার দুই পুত্র সাইফুল ইসলাম (২৩), সাজ্জাদ হোসেন (২০) ও স্ত্রী মাহমুদা খাতুন (৪৫)।

এজাহার সূত্রে জানা যায়, আসামী সাইফুল ইসলাম ও সাজ্জাদ হোসেন এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। চলতি বছরের এপ্রিল ও জুন মাসে তারা দু’জনকে পৃথক পৃথক চুরির ঘটনায় আটক করে এলাকাবাসী। এরপর স্থানীয়রা সাংবাদিক মো. সাইফুদ্দিনকে তথ্যটি জানালে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে চুরির ঘটনায় আটককৃতদের বিষয়ে সংবাদ প্রকাশ করেন। পরবর্তীতে তাদেরকে পুলিশের নিকট হস্তান্তর করেন এলাকাবাসী। এ ঘটনার পর থেকে বিবাদীরা সাংবাদিক মো. সাইফুদ্দিনের উপর ক্ষিপ্ত হয়ে প্রায়সময় প্রাণনাশের হুমকি প্রদান করে আসছে। তারই পরিপ্রেক্ষিতে গত (৭ আগস্ট) সাংবাদিক মো. সাইফুদ্দিন বিবাদীদের বাড়ির সামনের রাস্তা দিয়ে গোয়ালউড়া বৌদ্ধ বিহারে সংবাদ সংগ্রহে যাওয়ার পথে বিবাদীরা তার মোটরসাইকেল গতিরোধ করে। এরপর চুরির সংবাদ প্রকাশ করা নিয়ে তার সাথে তর্কাতর্কিতে জড়িয়ে কোনোরূপ কথাবার্তা ছাড়া বিবাদীরা দলবেঁধে দা ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

সাংবাদিক মো. সাইফুদ্দিন বলেন, ২ ও ৩ নং বিবাদী কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। চুরি ও ছিনতাইয়ের ঘটনায় তাদেরকে বেশ কয়েকবার এলাকাবাসী আটক করেন। এ বিষয়ে সংবাদ প্রকাশের পর থেকে তারা আমাকে বিভিন্ন সময় হুমকি ধামকি প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় বৌদ্ধ বিহারে সংবাদ সংগ্রহে যাওয়ার পথে বিবাদীরা তাদের বাসার সামনে আমার উপর হামলা চালিয়েছে। হামলাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।

সাতকানির থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় বাদীর অভিযোগের পরিপ্রেক্ষিতে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ বেলাল হোসেনকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.