সন্দ্বীপে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত

 

 

 

সাইফুল ইসলাম ইনসাফ, সন্দ্বীপ:

 

” সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে সন্দ্বীপে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়।

 

এ উপলক্ষে সকাল ১০ সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স কম্পাউন্ডের কবি আবদুল হাকিম পাবলিক অডিটোরিয়াম প্রাঙ্গণ হতে একটি র‍্যালী বের করা হয়।
পরে কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখস্থ অস্থায়ী মঞ্চ থেকে জাতীয় সঙ্গীতের মাধ্যমে
জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

 

 

সকাল ১১ টায় দিবস উপলক্ষে কবি আব্দুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এতে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ দিদারুল আলম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-খাগড়াছড়ি জেলার সদ্য অবসরপ্রাপ্ত সমবায় অফিসার মো: কেফায়েত উল্যাহ্, সন্দ্বীপ উপজেলার সাবেক স্বাস্থ্য ও প.ক. কর্মকর্তা ডাঃ ফজলুল করীম,
উপজেলা শিক্ষা অফিসার মো:খোরশেদ আলম,
উপজেলা কৃষি কর্মকর্তা মো: মারুফ হোসেন, উপজেলা
জনস্বাস্থ্য প্রকৌশলী রবিন সরকার, সন্দ্বীপ প্রেস ক্লাবের সভাপতি রহিম মোহাম্মদ।

বিশিষ্ট সমবায়ী কামরুল ইসলাম টিটুর সঞ্চালনায়
এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমবায়ী ব্যক্তিত্ব কাজী শামসুল আহসান খোকন, সাইফুল ইসলাম ইনসাফ, আসিফ আকতার, মাস্টার মাধব চন্দ্র দাশ, বাদল রায় স্বাধীন প্রমুখ।

এ উপলক্ষে কাজী শামসুল আহসান খোকন ও সাইফুল ইসলাম ইনসাফ এর সম্পাদনায় ” উদ্ভাসন ” নামে একটি বিশেষ ম্যাগাজিনও প্রকাশিত হয় এবং
সভায় অতিথিদের নিয়ে এর মোড়ক উন্মোচিত হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.