সাতকানিয়া প্রতিনিধি: সাতকানিয়া উপজেলাধীন ৩ নং নলুয়া ইউনিয়নের পশ্চিম নলুয়া ১ নং ওয়ার্ড হইতে মেম্বার পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছে আমির হোসেন। আসন্ন ৭ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে আমির হোসেন। তিনি বলেন, আগামী ৭ ফেব্রুয়ারী ২০২২ ইউপি নির্বাচনে আপনার মূল্যবান ভোট টি দিয়ে আমাকে জয়যুক্ত করে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যাশা কামনা করি। ১নং ওয়ার্ডস্থ গোনা পাড়া হাজারীর চর হদের কুল ও আদর্শ পাড়া বাসীর প্রতি আকুল আবেদন জানাচ্ছি নির্ভর যোগ্য প্রার্থী হিসেবে আমি আমির হোসেনকে মেম্বার নির্বাচিত করে এলাকার উন্নয়ন করার সুযোগ দিবেন আশাবাদী। সোমবার ০৩ ই জানুয়ারি বিকালে সাতকানিয়া উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম নেন। মেম্বার পদপ্রার্থী আমির হোসেনের সঙ্গে আরো উপস্থিত ছিলেন আদর্শ পাড়ার সদ্দার আলহাজ্ব আবুল হাসেম, তরুণ ব্যবসায়ী মাঈনু উদ্দীন আনসারী,ব্যবসায়ী আব্দুর রহমান, মোজাম্মেল হক ড্রাইভার, কারিতাস সাতকানিয়ার CTIP Activists জিয়াবুল হোসেন তারেক সহ। পশ্চিম নলুয়া ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আমির হোসেন বলেন আমি আপনাদের এলাকার মরহুম আবদুল হক মেম্বারের সন্তান। আমি আপনাদের সুখ ও দুঃখের সাথী হয়ে থাকতে চাই। এবং আপনাদের সমর্থন চাই। নলুয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডে আপনাদের সেবা করতে চাই। তাই সকলের দোয়া সহযোগিতা কামনা করছি।
চটগ্রাম সংবাদ/ আই এইচ।