অশুভ শক্তি রাষ্ট্র ক্ষমতায় আসলে মানুষ উন্নয়নের বদলে লাশের পঁচা গন্ধ পাবে- এমপি নজরুল

উত্তর সাতকানিয়া যুবলীগের কর্মী সভায় 

 

সাতকানিয়া প্রতিনিধি

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, শেখ হাসিনার নেতৃত্ব উন্নয়নের ধারা চলমান। বিএনপি-জামায়াত চক্র টেইক ব্যাক স্লোগান দিয়ে দেশকে অন্ধকারের দিকে নিয়ে যেতে চাই। আবারও যদি ওই অশুভ শক্তি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্টিত হয় তাহলে উন্নয়নের বদলে মানুষ লাশের পঁচা গন্ধ পাবে। এজন্য উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে ভেদাভেদ ভুলে আওয়ামীলীগ-যুবলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিরলসভাবে কাজ করতে হবে। তিনি গত শনিবার (৩ জুন) সাতকানিয়ার কেরানীহাটস্থ উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি বক্তব্য রাখছিলেন। এম.পি নজরুল তাঁর সংসদীয় এলাকায় কোন ধরনের অপকর্মের ঠাঁই নাই উল্লেখ করে বলেন, আমার স্বপ্ন আমার নির্বাচনী এলাকায় কোন ধরনের সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজি, ইভটিজিং, মাদক, জুলুম ও অত্যাচারীর কোন স্থান হবে না। কেউ যদি এলাকার শান্ত পরিবেশকে অশান্ত করার পায়তারা করে তাহলে এলাকার জনগণকে সাথে নিয়ে তাদের প্রতিহত করা হবে। এজন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেন। কর্মী সভার প্রধান আলোচক ও দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী দেশী-বিদেশী ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসেছে। যারা দেশকে দূর্নীতিতে চ্যাম্পিয়ন ও আগুন সন্ত্রাস করেছে তাদের কাছে দেশ নিরাপদ নয়। শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আবারও বঙ্গবন্ধু কন্যাকে ক্ষমতায় আনার বিকল্প নাই।
উক্ত সংগঠনের সভাপতি আ.স.ম ইদ্রিস এর সভাপতিত্বে সভার উদ্বোধন করেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক ও কেঁওচিয়া ইউনিয়নের চেয়ারম্যান ওচমান আলীর সঞ্চালনায় সভার বিশেষ অতিথি ছিলেন, দক্ষিণ জেলা যুবলীগের সহ-সভাপতি ড. নাসির উদ্দিন, মর্তুজা কামাল মুন্সি, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আমিন, আবিদ হোসেন, বেলাল হোসেন মিটু ও দপ্তর সম্পাদক রাজু দাশ হিরু। এতে আওয়ামীলীগ ও যুবলীগ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন, চেয়ারম্যান নাছির উদ্দিন টিপু, চেয়ারম্যান আকতার হোসেন, মাষ্টার মো. ইউনুচ, হাকিম আলী, মাষ্টার মো. মহিউদ্দীন, রিপন দাশ সুজন, সবিউল আজাদ চৌধুরী সোহেল ও আবুল কালাম আজাদ প্রমুখ।

 

মন্তব্য করুন

Your email address will not be published.