ইপিজেডে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

 

চট্টগ্রাম নগরীর ইপিজেডে মো. আব্দুল্লাহ (১২) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশু আব্দুল্লাহ বরিশালের ঝালকাঠি জেলার কাঠালিয়া এলাকার বর বানাই গ্রামের মাহমুদ তালুকদারের ছেলে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ইপিজেড থানার বন্দরটিলা এলাকার হামিদ আলী সুকানীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ইপিজেড থানার ওসি (তদন্ত) জামাল উদ্দিন বলেন, আব্দুল্লাহ তার বাবার কাছে বেড়াতে এসেছিল।

সকাল এগারোটার দিকে দুই ভবনের মাঝখান থেকে শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.