বোয়ালখালীতে ভ্যান উল্টে শিশুসহ আহত ৩

বোয়ালখালীতে থ্রি হুইলার ভ্যান গাড়ি (ভটভটি) নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে ৩ জন আহত হয়েছে।

শনিবার (১৫ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার দক্ষিণ সারোয়াতলী ইমামুল্লারচর শোকর আলী শাহ মাজার গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় সারোয়াতলী ইমতিয়াজ হোসেন (৮), মো. সাগর (১৮) ও ভ্যান চালক মিলন (৪৫) আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে ভ্যানগাড়িটি সড়ক থাকা এক শিশুকে চাপা দিয়ে বিলে পড়ে যায়।

গাড়ির সামনের সিটে চালক ও হেলপার বসে ছিলেন। তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাবিলা জানান, আহত ইমতিয়াজ হোসেন ও মো. সাগরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.