সাতকানিয়ায় আদালতের এজলাশের ভেতর মারামারি, আহত ৬জন আইনজীবী! নেপথ্যে সেই নাজিম

 

 

 

নিজস্ব প্রতিবেদক

 

চরম জাল জালিয়াতির দায়ে সাতকানিয়া আইনজীবী সমিতি কর্তৃক     ঘোষিত টাউট বাঁশখালি পুকুরিয়ার বাসিন্দা নেজাম উদ্দিন ও সহযোগী সন্ত্রাসীদের হামলায় সমিতির এডহক কমিটির আহবায়ক সিনিয়র এডভোকেট মো:সোলাইমান সহ আরও ৫ জন আইনজীবী আহত হয়েছেন।

 

সাতকানিয়া আইনজীবী সমিতির প্যাডে লিখিত বক্তব্যে জানা যায়,

 

সাতকানিয়া সিনিয়র সহকারী জজ আদালতের অপর-২২৯/২০২১ নং মোকদ্দমার বাদীর স্বাক্ষর জালিয়াতি ও ভিন্ন ব্যক্তিকে বাদী সাজিয়ে উক্ত মোকদ্দমা প্রত্যাহার করে মোকদ্দমার নালিশী আনুমানিক ৩ কোটি টাকার সম্পত্তি জালিয়াতির মাধ্যমে  হস্তান্তর ও অর্থ আত্মসাৎ করার অপরাধে জড়িত সমিতির ৬৩ নং কার্ডধারী মুন্সি নেজাম উদ্দিনের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে সাতকানিয়া আইনজীবী সমিতি বিশেষ ট্রাইবুনাল গঠন করে।

বিশেষ ট্রাইবুনাল ০১/২০২৪ নং মামলায় মুন্সি নেজাম উদ্দিনের  বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হইলে সাতকানিয়া আইনজীবী সমিতি বিগত ২৯/০৫/২০২৪ ইং তারিখে বিজ্ঞপ্তি দিয়া উক্ত নেজাম উদ্দিন কে টাউট ঘোষণা করে  আদালত এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে।

সমিতি’র ঘোষিত টাউট নেজাম উদ্দিন বিগত ৫ আগষ্ট ‘২৪ পর্যন্ত আদালতে প্রবেশ না করলেও সরকার পতনের সুযোগে বিগত ৬ আগষ্ট’২৪ তারিখে সকাল ১০টায় কতিপয় সন্ত্রাসীসহ আদালতে প্রবেশ করে। সমিতির নেতৃবৃন্দ বাধা দিলে টাউট নেজাম উদ্দিন ও সহযোগী সন্ত্রাসীরা সমিতির সদস্য এড হোসাইন মুহাম্মদ এরশাদকে মারধর করে পালিয়ে যায়। সম্প্রতি টাউট নেজাম উদ্দিন নিজেকে  আইনজীবী দাবি করে সাতকানিয়া সমিতির সদস্য হওয়ার আবেদন করে এবং আদালতে আসা যাওয়া শুরু করে। ইহাতে সমিতির বিজ্ঞ সদস্যদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং সমিতির এডহক কমিটি  বিগত ০৩/১১/২০২৪ ইং তারিখে সাধারণ সভা আহবান করে। সমিতির চিহ্নিত টাউট নেজাম উদ্দিনসহ সহযোগীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উক্ত সভায় সিদ্ধান্ত নেওয়া হয় এবং একইসাথে সমিতির সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সদস্যগণ একমত হয়।

 

বিগত ০৪/১১/২০২৪ ইং তারিখে টাউট নেজাম উদ্দিন ও সহযোগীরা আদালতে প্রবেশ করার বিষয় সমিতি অবগত হলে সমিতির এডহক কমিটির আহবায়ক সিনিয়র এডভোকেট মো: সোলাইমানের নেতৃত্বে সমিতির বিজ্ঞ সদস্যবৃন্দ দুপুর ১২.৪০ টায়  লোহাগাড়া সহকারী জজ আদালতের বারান্দায় দাড়ানো উক্ত টাউট নেজাম উদ্দিনকে আদালত এলাকা ত্যাগের নির্দেশ প্রদান করেন।

 

ইহাতে ক্ষিপ্ত হয়ে নেজাম উদ্দিন ও সহযোগীরা সমিতির সদস্যদের অশ্লীল ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং উপস্থিত আইনজীবীদের উপর হামলা শুরু করে। নেজাম উদ্দিন ও সহযোগী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় সিনিয়র এডভোকেট মিনহাজুল আব্রার, সাবেক এজিএস এডভোকেট এএম ফয়সাল, এডভোকেট এএম ইলিয়াস ভুইয়া,এডভোকেট আবুল কালাম আহত হয়। ঘটনাস্থলে এডভোকেট সোলাইমান জ্ঞান হারান এবং এডভোকেট ফয়সাল গুরুতর আহত হন। ঘটনার পরপরই আইনজীবী সমিতি জরুরি সভা করিয়া দোষীদের বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা নিতে স্থানীয় থানায় এজাহার দায়ের করে। আদালতে সংঘটিত ঘটনার বিষয়ে সাতকানিয়া চৌকি আদালতের নাজির এমএ হান্নান কোন মন্তব্য করতে রাজি হননি,সমিতির পক্ষে এডহক কমিটির সদস্য এডভোকেট শিহাব উদ্দিন ও এডভোকেট আবদুর রহিম  উভয়ে জানান যে,টাউট নেজাম উদ্দিন সাতকানিয়া লোহাগাড়ার বাসিন্দা নয়,স্থানীয় কেরানীহাট কেন্দ্রিক চিহ্নিত ভূমিদস্যু ও পতিত স্বৈরাচারের দোসরদের পক্ষে সাতকানিয়া আদালতে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও ঘুষবাণিজ্য করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে। আইনজীবী সমিতি তথ্য প্রমাণের ভিত্তিতে জনস্বার্থে ব্যবস্থা নিয়েছে। সম্প্রতি সে রাজনৈতিক লেবাস পরিবর্তন করে সন্ত্রাসীদের সহযোগিতায় পূর্বের ন্যায় আজও বর্বরোচিত Spam সংঘটিত করেছে।

ঘটনার বিষয়ে জানতে উক্ত নেজাম উদ্দিনের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

মন্তব্য করুন

Your email address will not be published.