রংপুর বিভাগীয় উপদেষ্টার দাবিতে মহাসড়ক অবরোধ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বেরোবি

আঞ্চলিক বৈষম্য নিরসনে উত্তরবঙ্গের সাধারণ ছাত্র-জনতার ব্যানারে তিন দফা দাবিতে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ চলছে।

বুধবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রংপুরের লালবাগ থেকে মিছিল বের হয়। মিছিলটি রংপুরের প্রবেশমুখ মডার্ন মোড়ে এসে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে।

এ সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেনকে সহ চারজনকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিয়োগের দাবি জানান। আন্দোলনকারীরা উপদেষ্টা নিয়োগ না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.