পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের পটিয়ায় ৫’শ পিস ইয়াবাসহ এক প্রেমিক যুগলকে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ।
শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খরনা রাস্তার মাথায় একটি যাত্রীবাহী বাস থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন কক্সবাজারের ঝিলংজা ইউপির লাহার পাড়া এলাকার মো. সেলিম ও নাজমা আক্তারের ছেলে মো. জাবেদ (২৮) এবং একই এলাকার নুরুল ইসলাম ও মমতাজ বেগমের মেয়ে আনিকা রহমান (২০)।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের খরনা এলাকায় তল্লাশি চালিয়ে পুলিশ তাদের আটক করে। বাসে সন্দেহভাজন হিসেবে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে ইয়াবা থাকার বিষয়টি তারা স্বীকার করে। পরে তল্লাশিতে জাবেদের পকেট থেকে ৩০০ পিস এবং আনিকার শরীরে বিশেষ কায়দায় লুকানো ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তারা ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছিল। যদিও তারা পরস্পরকে প্রেমিক-প্রেমিকা হিসেবে পরিচয় দেন, তবুও তাদের উভয়েরই স্বামী-স্ত্রী ও সন্তান রয়েছে।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নিশ্চিত করেছেন।