মোঃ রিয়াজ আহম্মদ
লংগদু (রাংগামাটি)
দীর্ঘ ১৫ বছর পরে দলিয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বর্ধিত সভা অনুষ্ঠান আয়োজন করেন ১নং আটারকছড়া ইউনিয়ন বিএনপি।
সোমবার (২৩ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় আটারকছড়া ইউনিয়ন পরিষদ হলরুমে ১নং আটারকছড়া ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ চাঁন মিয়া মেম্বার এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ মোশারফ হোসেন এর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে রাংগামাটি জেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি মোঃ আবু নাছির বলেন আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের সকল শহীদ ভাইদের জন্য এবং আন্দোলন চলমান করার জন্য ছাত্রদের পাশাপাশি অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সবাইকে মনে রাখতে হবে সুষ্ট ভোটের মাধ্যমে এদেশের নেতৃত্ব আসবে একথা মাথায় রেখে সবাইকে সামনে এগিয়ে যেতে হবে কারন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশে মানুষকে নিয়ে কাজ করে।
প্রধান বক্তা লংগদু উপজেলা বিএনপি সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন বলেন তারেক রহমানের নির্দেশনায় ৩১ দফা বাস্তবায়ন এবং দলীল শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে এবং আপনাদের সমস্যা গুলো জানতেই আমাদের মাঝে এসেছি। দীর্ঘ ১৭ বছর এদেশের সাধারন মানুষ যতটা নির্যাতিত নিপিড়ীত হয়েছে তা বলা বাহুল্য। লংগদু উপজেলা বিএনপি সর্ব শেষ কাতারের কর্মী থেকে শুরু করে নেতা পর্যায় সকলকেই তারেক রহমানের ৩১ দফা বার্তা পৌছে দিতে আমরা আজ রাজপথে এবং আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে জনগণের পক্ষে কাজ করি তাহলে কেও আমাদের দমিয়ে রাখতে পারবে না।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লংগদু উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, রাংগামাটি জেলা বিএনপি সদস্য মোঃ শাহ আলম মুরাদ, লংগদু উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ রশিদ মেম্বার, যুগ্ম সম্পাদক মোঃ এম এ হালিম, লংগদু উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ ফজল আহমেদ, উপজেলা ওলামাদলের সভাপতি মাওলানা সোহেল আহমাদ।
সহ ১নং আটারকছড়া ইউনিয়ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃত্ববৃন্দরা তাদের সকল সমস্যাগুলো আমন্ত্রিত নেতাদের সামনে তুলে ধরেন।