৭ দফা দাবিতে জামায়াতে ইসলামীর মহাসমাবেশ আজ

সমাবেশের ঘোষণা থেকেই পাল্টাতে পারে রাজনৈতিক দৃশ্যপট

এখন ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ আজ (শনিবার, ১৯ জুলাই)। প্রস্তুত করা হয়েছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান। সারাদেশ থেকে আসতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার জাতীয় সমাবেশের মাধ্যমে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতসহ সাত দফা দাবি জানানো হবে বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

এই সমাবেশ থেকে নির্বাচনে পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতি, জুলাই গণহত্যার বিচার এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতসহ সাত দফা দাবি জানাবে দলটি।

সকাল থেকে দেখা গেছে, রাজধানীর বিভিন্ন রাস্তা-মোড়ে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছে জামায়াতের নেতাকর্মীরা। মূল সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে দুপুর ২টায়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। মঞ্চের সামনে ৬০০ এর বেশি আসন রাখা হয়েছে পাশাপাশি জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের জন্য আলাদা বসার ব্যবস্থা রেখেছে দলটি।

মন্তব্য করুন

Your email address will not be published.