পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের পটিয়ায় একটি মাদক মামলার রায়ে দুই বছরের সাজা শুনে আদালতেই আলী আজগর (৪৫) নামের এক আসামির মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম তাররাহুম আহমেদ এর আদালতে এ ঘটনা ঘটে।
আদালত ও পুলিশ সূত্র জানা যায়,দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মাদক মামলায় অভিযুক্ত আজগরকে দুই বছরের কারাদণ্ডের রায় দেন বিচারক। রায় শোনার পরই মাটিতে লুটিয়ে পড়েন আসামি। মৃত আলী আজগর পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের উত্তর হুলাইন এলাকার বাসিন্দা।
সোমবার ২০২১ সালের পটিয়া থানার একটি মাদক মামলার রায়ের জন্য ধার্য্য তারিখ ছিল। আসামি আজগর আদালতে উপস্থিত ছিলেন। এ সময় বিচারক আসামীর বিরুদ্ধে দুই বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেন । রায় শোনার পর পরই তিনি মাটিতে লুটিয়ে পড়েন । ময়না তদন্ত শেষে মঙ্গলবার তার মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
আদালতের পেশকার মাহবুবুর রহমান রানা জানান,রায়ের পর তাকে হাজতখানায় নেওয়া হয়। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে পটিয়া মেডিকেলে, পরে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পর সেখানে তিনি মৃত্যুবরণ করেন।
আসামী পক্ষের আইনজীবী বাদল কান্তি সরকার জানান, রায় ঘোষণার পর আসামীকে হাজতখানায় রাখা হয়। কিছুক্ষণ পর তিনি হ্রদরোগে আক্রান্ত হয়েছে বলে মনে হয়। পরে পুলিশ মারফত তাকে হাসপাতালে পাঠানো হয়।