সাতকানিয়ায় পুকুরের পানিতে ডুবে  মামাতো ও ফুফাতো দুই ভাই-বোনের মৃত্যু 

 

সৈয়দ আককাস উদদীন 

চট্টগ্রামের সাতকানিয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশু নিহত হয়েছে। তারা সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই-বোন। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শামসু মেম্বার পাড়ায় এ ঘটনা ঘটে। দুই শিশু হলো, চার বছর ৬ মাস বয়সী মোছাম্মৎ মুসকান ও এক বছর ৮ মাস বয়সী মোহাম্মদ সাফওয়ান। মৃত মুসকান উপজেলার এওচিয়া ইউনিয়নের দেওদীঘি এলাকার মোহাম্মদ জুয়েল এর মেয়ে ও মৃত সাফওয়ান উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সমশু মেম্বার পাড়ার ছিদ্দিক আহমদের বাড়ির প্রবাসী দেলোয়ার হোসেন এর ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোনাকানিয়া ইউনিয়ন ৮ নম্বর

ওয়ার্ডের শামসু মেম্বার পাড়ার ছিদ্দিক আহমদ এর বাড়িতে বিয়ে উপলক্ষে নানার বাড়িতে বেড়াতে যায় মুসকান। মঙ্গলবার দুপুরের দিকে মুসকান ও তার মামাত ভাই সাফওয়ান খেলার ছলে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে নামলে তারা দুজনেই পানিতে ডুবে যায়। বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুরে  দুজনকে পানিতে ভাসতে দেখে। পরে স্বজনরা  তাদের পুকুর থেকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সালাউদ্দিন সুমন ফুফাতো ও মামাতো ভাই-বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো.জাহেদুল ইসলামও তাদের দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

 

মন্তব্য করুন

Your email address will not be published.