মহেশখালীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী ফারুক আটক

 

মিজবাহ উদ্দীন আরজু ::

মহেশখালী উপজেলায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৪টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড তাজা কার্তুজসহ এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে কোস্ট গার্ড স্টেশন মাতারবাড়ির একটি বিশেষ দল মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের পানিরছড়া এলাকায় অভিযান চালায়। এসময় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় এবং একজন দুর্ধর্ষ সন্ত্রাসী ফারুক (৩১) কে আটক করা সম্ভব হয়।

ফারুক মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের পানিরছড়া গ্রামের মো: শাহাবুদ্দিনের ছেলে বলে জানা যায়।

আটককৃত ব্যক্তিকে জব্দকৃত অস্ত্র ও গুলিসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।

কোস্ট গার্ড আরও জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Your email address will not be published.