নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১৩ বছর পর ঢাকা সফরে এলেন পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং
শনিবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ঢাকায় পাকিস্তানি হাইকমিশনে বিকেল সাড়ে ৪টায় এনসিপি, ৫টায় জামায়াত ও সন্ধ্যা ৬টায় বিএনপি নেতাদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা দল তিনটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
দুই দিনের সফরে শনিবার ঢাকায় পৌঁছান ইসহাক দার। দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
এর আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, ইসহাক দারের এ সফরে একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা ও পাওনা আদায়ের বিষয়ে আলোচনা হবে।
ইসলামাবাদের সঙ্গে ঢাকা স্বাভাবিক সম্পর্ক রক্ষা করতে আগ্রহী বলেও জানান উপদেষ্টা। এ সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী।
দ্বিপাক্ষিক সম্পর্কের সম্পূর্ণ পরিসর এবং বেশ কয়েকটি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে বিভিন্ন কূটনৈতিক সূত্র জানিয়েছে।
ঢাকা-ইসলামাবাদের দুই দশকের শীতল সম্পর্ক স্বাভাবিক করতে গত এপ্রিলে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালোচ ঢাকা সফর করেন। এর ধারাবাহিকতায় এবার সফরে আসছেন ইসহাক দার। তিন দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।