সাতকানিয়া:চুরি ডাকাতির স্বর্গের রাজ্যে এবার এক ডাকাত গ্রেফতার

মাদার্শায়- আয়ুব ডাকাতকে ধরলো পুলিশ

 সাতকানিয়া সংবাদদাতা

চট্টগ্রামের সাতকানিয়ায় ছদ্মবেশে পাহাড় থেকে ডাকাত আইয়ুব আলীকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। আয়ুব আলী উপজেলার মাদার্শা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত আলা উদ্দিনের ছেলে।

বুধবার (১৯ নভেম্বর) মধ্যরাতে উপজেলার মাদার্শা ইউনিয়নের আদর্শগ্রাম এলাকা থেকে থাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মাদার্শা পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এই ডাকাত সদস্য কিছুদিন আগেও পার্শ্ববর্তী বাড়ি থেকে স্বর্ণসহ অন্যান্য ডকুমেন্ট এবং নগদ অর্থ লুট করে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, মাদার্শা পাহাড়ি এলাকা থেকে ডাকাত সদস্য আইয়ুব আলীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.