পটিয়ায় মহাসড়কের পাশেই ময়লার স্তূপ,দুর্গন্ধে নাকাল পথচারীরা
পৌরসভায় স্থায়ী ডাম্পিং স্টেশন বা আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নেই-
আ ন ম সেলিম,পটিয়া(চট্টগ্রাম) :
চট্টগ্রাম জেলার পটিয়া পৌরসভার চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পাশে বিসিক শিল্প নগরীর সামনই বর্জ্যের বিশাল স্তূপ গড়ে উঠেছে, যেখানে খোলা জায়গায় প্রতিদিন পটিয়া পৌরসভার গৃহস্থালি ও বাণিজ্যিক বর্জ্য ফেলা হচ্ছে । এখানে হাজার টনের মতো ময়লা জমে গেছে, যা থেকে তীব্র দুর্গন্ধে নাকাল পথচারীরা।
পটিয়া পৌরসভায় বর্তমানে কোনো স্থায়ী ডাম্পিং স্টেশন বা আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র নাই। ফলে বর্জ্য সঠিকভাবে অপসারণ ও নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না। তাই পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে কিয়েরা বর্জ্য প্রতিদিন মহাসড়কের পাশে খোলা স্থানে রাখার সুযোগ পাচ্ছে। ময়লার কারণে বাতাসে প্রচণ্ড দুর্গন্ধ ভর করে ও প্রচুর মশা-মাছি দেখা দেয়। পচন প্রক্রিয়ায় মুক্ত হওয়া গ্যাস ও মশা-মাছির উপদ্রবের ফলে শ্বাস নালির সমস্যা, চোখে জ্বালা, হাঁপানি, নিউমোনিয়া ও অন্যান্য শ্বাসযন্ত্রের রোগের ঝুঁকি বাড়ছে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন।
বর্ষার সময় বৃষ্টির পানিতে ময়লা ধুয়ে মহাসড়কে চলে আসে এবং গাড়ি ও পথচারীদের জন্য দুর্ভোগ সৃষ্টি করে। রাস্তার পাশ দিয়ে হেঁটে কিংবা গণপরিবহনে যাওয়া মানুষদের জন্য বিপদসঙ্কুল ও অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ও পথচারিরা ময়লা সঠিকভাবে নিষ্পত্তির ব্যবস্থা করার দাবি তুলেছেন।
পথচারি আবুল কালাম বলেন, মহাসড়ক ও তার আশেপাশের এলাকা জনসাধারণের চলাচলের প্রধান রাস্তা; এখানে এই অবস্থায় স্বাস্থ্য,পরিবেশ ও নিরাপত্তার জন্য বিপজ্জনক। তিনি দ্রুত স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।
পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক ফারহানুর রহমান জানান,পটিয়া উপজেলার করল মৌজায় ডাম্পিং স্টেশন নির্মাণের জন্য প্রশাসনিক প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে শীঘ্রই পটিয়া পৌরসভায় একটি আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণ করা হবে।