চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

নগর থেকে মফস্বলে সব জায়গায় খুনের ছড়াছড়ি -

 অনলাইন ডেস্ক

চট্টগ্রামে কোতোয়ালীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইসমাইল হোসেন (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ২টায় কোতোয়ালী থানাধীন জেলা পরিষদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত ইসমাইল হোসেন লক্ষ্মীপুর সদরের বাসিন্দা। তবে তিনি নগরের কোন জায়গায় বসবাস করেন- সেটি জানা যায় নি।

পুলিশ জানায়, ছিনতাইকারীরা তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে কয়েকজন পুলিশ সদস্য তাকে আহত অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে রাখা আছে। তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায় নি বলে জানা গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা বলেন, ওই যুবকের হাতে ও বুকে ছুরিকাঘাতের জখম রয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.