ঘরে চাউল নেই: খবর শোনার পর রাতেই ছুটে গেলেন নিহত রিক্সাচালক নুরুল কবিরের ঘরে ইউএনও
সাতকানিয়া সংবাদদাতা
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়ায় নিহত নুরুল কবিরের অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলার মানবিক ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান।
বুধবার (২৬শে নভেম্বর) রাতেই এওচিয়ার ছড়ারকুলের সুয়ার বাপের বাড়ির নিহত দিনমজুর নুরুল কবিরের বাড়িতে শীতের কম্বল ও চাউলের বস্তা নিয়ে ছুটে যান সাতকানিয়ার ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান।
জানা যায়, চলতি বছরের ৬ই সেপ্টেম্বর রিক্সা চালক নুরুল কবিরকে প্রতিবেশী আব্দুল মজিদসহ তার ছেলে শহিদুল ইসলাম যিনি সাবেক শিবির নেতা , সেই শহিদের অপরাপর ভাইয়েরা মিলে নিজ ঘরের উঠোনে প্রকাশ্য হত্যা করেন।
নুরুল কবির নিহতের পর থেকে নুরুল কবিরের পরিবার খুবই অর্থকষ্টে দিনপাতি করে যাচ্ছিলো।
ফলে তাদের দূর্বিষহ জীবনের কথা সাতকানিয়ার মানবিক ইউএনও খোন্দকার মাহমুদুল হাসানের কানে পৌঁছামাত্র তিনি শীতের কম্বল ও চাউলের বস্তা নিয়ে কুয়াশা ভরা রাতের অন্ধকারকে ছাপিয়ে নিহত নুরুল কবিরের অবুঝ শিশুদের পাশে ছুটে যান ।
শুধু তাই নয়, এই ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান গত ১০শে সেপ্টেম্বরেও সাতকানিয়া উপজেলা কার্যালয়ে নিহত পরিবারের সদস্যগণের খোঁজখবর নেন এবং পুলিশ প্রশাসনকে আসামিদের গ্রেফতারের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য নির্দেশনাসহ নিহতের পরিবারকে নগদ অর্থ ও শুকনো খাবার প্রদান করেন।
এবং নিহত নুরুল কবিরের সন্তানদের লেখাপড়ার বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবেন বলেও আশ্বস্ত করেন।
নিহত নুরুল কবিরের মা মমতাজ বেগম ইউএনও খোন্দকার মাহমুদুল হাসানের মানবিকতায় মুগ্ধ হয়ে ইউএনও এবং ইউএনও খোন্দকার মাহমুদুল হাসানের পরিবারের জন্য মহান আল্লাহর কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য :নিহতের এই ঘটনায় সাবেক শিবির নেতা শহিদুল ইসলামকে এওচিয়া ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি পদ থেকে বহিস্কার করেন সংগঠনটি।