জিয়ার আদর্শের খাঁটি লোক, ব্যবসায়ী জসিমকে ট্যাগ দিতে বিরোধী শিবিরের যত আয়োজন

আংশিক সাতকানিয়া ও চন্দনাইশ আসন-

 

 

সৈয়দ আককাস উদদীন,চট্টগ্রাম থেকে-

 

জিয়ার আদর্শের একজন প্রকৃত ব্যবসায়ীকে আওয়ামী লীগের দোসর বানাতে গিয়ে বড্ড হয়রান একটা গোষ্ঠী।

জাতে ব্যবসায়ী, আদর্শ আর মননে শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শের অনুপ্রাণিত একজন সৈনিককে ভিন্ন ট্যাগ দিয়ে চট্টগ্রাম তথা পুরো বাংলাদেশ চাউর হলেও প্রকৃত মানুষ চিনতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) এর নীতিনির্ধারণী ফোরাম চিনতে ভুল করেননি।

 

বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তে ওঠে এসেছে সমগ্র বাংলাদেশে বিএনপির চমকপ্রদ সিদ্ধান্তের অন্যতম একটি চন্দনাইশ সাতকানিয়া আংশিক( চট্টগ্রাম- ১৪) এর বিএনপি মনোনীত দলীয় প্রার্থী ব্যবসায়ী জসিম উদদীনকে মনোনয়ন দেয়ার মাধ্যমে।

 

সমগ্র বাংলাদেশ যখন আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ এবং তারেক রহমানের স্লোগান ‘সবার আগে বাংলাদেশ’প্রতিপাদ্য নিয়ে উড়াচ্ছে অসাম্প্রদায়িক শান্তির বার্তা,ঠিক সেই শান্তির বার্তার মহা-সোপানে চন্দনাইশবাসীকে যোগ করেছেন প্রসিদ্ধ একজন ব্যবসায়ী ও জিয়ার প্রকৃত আদর্শের একজন লোককে।

 

চট্টগ্রাম সংবাদ’র অনুসন্ধানী টীম দীর্ঘ পাঁচদিন চন্দনাইশ ও আংশিক সাতকানিয়ার মাঠে ময়দানে জরীপ চালিয়ে এমন তথ্যই পেয়েছেন।

 

২০২৪সালের উপজেলা পরিষদের নির্বাচনে জসিমের জয়ী হওয়ার পেছনেও চমকপ্রদ তথ্য পেয়েছে টীম চট্টগ্রাম সংবাদ।

অনুসন্ধানে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী হওয়া স্বত্বেও তৎকালীন আওয়ামী লীগ সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে জয় ছিনিয়ে এনেছিল সেই তথ্যবহুল বিষয়াদী।

জানা যায়, তৎসময়ে কোন দল কিংবা প্রশাসনের চোখ রাঙানি ডিঙিয়ে একমাত্র জিয়ার আদর্শের লোক হওয়ায় ও চন্দনাইশের আবাল বৃদ্ধা বণিতা দলমত ছাপিয়ে বিএনপির এই জসিমের জনপ্রিয় আকাশ ছোঁয়া ফলে তার জয়ী হওয়াটা নানানমুখি ষড়যন্ত্র হওয়াতেও তখন আর ঠেকিয়ে রাখা যায় নি।

যার ফলে তৎকালীন স্বৈরাচার সরকার জনতার চেয়ারম্যান বিএনপিনেতা ও ব্যবসায়ী জসিম উদদীনকে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মানতে বাধ্য হয়েছিল।

এদিকে তিনি (ব্যবসায়ীও বিএনপি নেতা জসিম) ভিন্ন একটি দলের দোসর হিসেবে বিরোধী শিবিরের লোকজন প্রতিদিন মাঠ গরম করলে চট্টগ্রাম সংবাদ’র অনুসন্ধানী টীম সেটাও নিয়েও মাঠে কাজ করেন ফলে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য ধরা দেয় চট্টগ্রামের বহুল আলোচিত পত্রিকা চট্টগ্রাম সংবাদের হাতে।

যাকে বলা হচ্ছে দোসর এবং বিভিন্ন আমলার ক্যাশিয়ার সেই প্রসিদ্ধ ব্যবসায়ী জসিম উদদীন দীর্ঘ ৩০বছর ধরেই শহীদ জিয়াকেই বুকে লালন করে দেশ বিদেশের মাটিতে আওয়াজ তোলেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ লক্ষ অসহায় নির্যাতিত নিস্পেষিত নেতাকর্মীদের পক্ষে।

তিনি দীর্ঘদিন মদিনা বিএনপির সহ -সভাপতির দায়িত্ব পালন করতে গিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতাদের অনেককে কাছ থেকে দেখার সান্নিধ্য লাভ করেন।

 

অপরদিকে দলমত ছাপিয়ে সমাজসেবক ও দানবীর গরীবের বন্ধু খ্যাত ব্যবসায়ী জসিম উদদীন বিএনপির প্রতীকে নির্বাচনে এসেছেন মূলত মানুষের সেবা করতে।

 

কারণ মানুষের সেবা করা আর মানুষের পাশে দাঁড়ানো, জনতার দু:খে দু:খী হওয়া এবং তাদের হাসিতে বিএনপিনেতা জসিমের মুখেও হাসি সেটা তো জসিমের আজন্ম ভালো লাগার ভালবাসার মুখ্য বিষয়,কথাগুলো ঠিক এভাবে চট্টগ্রাম সংবাদকে বলেছেন দোহাজারীর আনোয়ার।

 

দোহাজারীর মাঝবয়সী আনোয়ার আরো বলেন, তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপির সরকার যে তারুণ্য নির্ভর ও উদ্যোক্তামুখী এবং উন্নয়নমুখী বাংলাদেশ হতে যাচ্ছে তার জ্বলন্ত উদাহরণ আমাদের গরীব দরদী চন্দনাইশের মানুষের অবিসংবাদিত মহাপুরুষ জসিম উদদীনকে মনোনয়ন দেয়ার মধ্য দিয়েই।

 

আনোয়ারের সাথে দেখা করে চট্টগ্রাম সংবাদ টীম সরাসরি চলে যায়, এলডিপির চেয়ারম্যান কর্ণেল(অব:) অলি আহমদ বীর বিক্রমের নিজস্ব পাড়ায়,সেখানে মিলেছে আরো চমকপ্রদ তথ্য যা চট্টগ্রাম সংবাদ টীম অনেকটা আশ্চর্য হয়ে যায়।

সেখানকার ৭০বছর বয়সী মালেক বলেন, আমি নাম বলবোনা কারো এখন অনেক প্রার্থী দেখা যাচ্ছে যাকে আমরা ৪/৫বছর ধরে একদম দেখিনাই,কিন্তু শিল্পপতি জসিম প্রতি সমাজে তালিকা করে সাহায্য সহযোগীতা করেছেন এবং আমার পরিচিত ও অনেক গরীব আত্বীয়দের মেয়ে বিয়ে দিতে সিংহভাগ সহযোগিতা করেছেন।

অপরদিকে আরাফাত রহমান নামে এক তরুণ ব্যবসায়ী চট্টগ্রাম সংবাদকে বলেন,করোনাকালীন থেকে শুরু করে বন্যাসহ নানা রকম প্রাকৃতিক দূর্যোগের সময় নি:স্বার্থ ভাবে জসিম উদদীন মানুষের পাশে দাঁড়িয়েছেন।

তিনি আরো বলেন, জসিম ভাইকে ইদানীং আওয়ামী লীগের ট্যাগ দেয়ার চেষ্টা করেছেন যা ডাহা মিথ্যা কথা,এটি চরম সত্য যে তিনি কখনো আওয়ামী রাজনীতির কোন পদে ছিলেননা, প্রকৃত অর্থ তিনি জিয়ার আদর্শের লোক।

মূলত জসিম ভাইয়ের জনপ্রিয়তায় ঈর্শ্বান্বিত হয়ে কিছু মহল বিভিন্ন ট্যাগ দেয়ার চেষ্টা করছেন।

এই ট্যাগ দেয়ার অপচেষ্টা সাধারণ জনগন আগামী ফেব্রুয়ারীতে ব্যালট বিপ্লবের মাধ্যমে জবাব দিবে ইনশাআল্লাহ।

আরো বলেন, এই আসনে মোট ৬জন মনোনয়ন নিয়েছেন তাদের মধ্যে আমাদের জসিম ভাই অনেক বেশী জনপ্রিয়।

এজন্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের জসিম ভাইকে বেছে নিয়েছেন।

 

 

চলমান পর্ব-০১

 

মন্তব্য করুন

Your email address will not be published.