ক্ষমতার মসনদ থেকে একটি দেশের প্রেসিডেন্টকে গ্রেফতার করার নজির শুধুই ট্রাম্পের
আজ থেকে আমেরিকায় চালাবে ভেনেজুয়েলা:ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
ভেনেজুয়েলায় নিরাপদ ক্ষমতা হস্তান্তর বা সেফ ট্রানজিশন সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশটি যুক্তরাষ্ট্রই পরিচালনা করবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলায় মার্কিন হামলার পর শনিবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, উপযুক্ত ও বিচারবিভাগীয় প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতা বদল না হওয়া পর্যন্ত ওয়াশিংটন এই দায়িত্ব পালন করবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।
ট্রাম্প বলেন, আমরা চাই না অন্য কেউ এতে যুক্ত হোক এবং গত কয়েক বছর ধরে আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি, আবারও তেমনটা ঘটুক।
প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ভেনেজুয়েলায় দ্বিতীয় দফায় আরও বড় হামলার প্রস্তুতি ছিল যুক্তরাষ্ট্রের। তবে প্রথম দফার অভিযান অত্যন্ত ‘সফল’ হওয়ায় সম্ভবত আর কোনও হামলার প্রয়োজন পড়বে না। তিনি বলেন, প্রথম হামলাটি এতটাই সফল ছিল যে আমরা যা ধারণা করেছিলাম, তার চেয়েও দ্রুত সব সামরিক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে।
ট্রাম্পের শেয়ার করা ছবিতে মার্কিন যুদ্ধজাহাজে মাদুরো
কারাকাসের কেন্দ্রস্থলে অত্যন্ত সুরক্ষিত একটি সামরিক দুর্গে চালানো এই অভিযানকে মার্কিন সামরিক ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে অভিহিত করেন ট্রাম্প। একে ‘বিস্ময়কর ও শক্তিশালী’ সামরিক প্রদর্শনী উল্লেখ করে তিনি বলেন, গতকাল আমেরিকা যা অর্জন করেছে, তা বিশ্বের অন্য কোনও জাতি করতে পারত না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব এমন অভিযান আর দেখেনি।
ট্রাম্প নিশ্চিত করেছেন যে, এই অভিযানে কোনও মার্কিন সেনা নিহত হয়নি এবং কোনও সামরিক সরঞ্জামও নষ্ট হয়নি। এই অভিযানে প্রচুর সংখ্যক হেলিকপ্টার, যুদ্ধবিমান ও জনবল নিয়োজিত ছিল।
‘স্বৈরশাসক’ মাদুরোকে বিচারের আওতায় আনাই এই অভিযানের মূল লক্ষ্য ছিল বলে জানান ট্রাম্প। তিনি দাবি করেন, মাদুরোর অপরাধের ‘অকাট্য প্রমাণ’ মার্কিন আদালতের কাছে রয়েছে।
ট্রাম্পের দাবি, এটি একই সঙ্গে ভয়াবহ ও শ্বাসরুদ্ধকর। মাদুরো ক্ষমতায় থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সহিংসতা, সন্ত্রাস ও নাশকতামূলক প্রচারণা চালিয়েছেন, যা শুধু আমাদের জনগণের জন্যই নয়, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি ছিল।
ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের এই হস্তক্ষেপ মার্কিন তেল কোম্পানিগুলোর জন্য নতুন দুয়ার খুলে দেবে, তারা শিগগিরই দেশটিতে বিশাল সব জ্বালানি প্রকল্পে যুক্ত হবে।
ট্রাম্প দাবি করেন, সবাই জানে, ভেনেজুয়েলার তেল ব্যবসা দীর্ঘদিন ধরে একটি ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল, পুরোপুরি অকেজো হয়ে গিয়েছিল। তাদের যা উৎপাদন করার সক্ষমতা ছিল, তার তুলনায় তারা প্রায় কিছুই উত্তোলন করছিল না।
তিনি আরও বলেন, আমরা আমাদের যুক্তরাষ্ট্রের বিশাল সব তেল কোম্পানিকে সেখানে পাঠাতে যাচ্ছি। তারা বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করবে, জরাজীর্ণ তেল অবকাঠামো মেরামত করবে এবং দেশটির জন্য অর্থ উপার্জন শুরু করবে।
ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলায় মার্কিন এই অভিযান তাদের জন্য একটি সতর্কতা হিসেবে কাজ করা উচিত যারা আমেরিকার সার্বভৌমত্বকে হুমকি দেবে বা আমেরিকানদের জীবন বিপন্ন করবে।
ট্রাম্প সতর্ক করে বলেন, আমেরিকান নৌবহর বর্তমানে প্রস্তুত রয়েছে এবং যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্রের দাবিগুলো পুরোপুরি মেনে নেওয়া এবং পূরণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামনে সামরিক অভিযানের সব বিকল্পই খোলা থাকবে।
তিনি আরও বলেন, ভেনেজুয়েলার সব রাজনৈতিক ও সামরিক ব্যক্তিত্বের বোঝা উচিত যে, মাদুরোর সঙ্গে যা ঘটেছে তা তাদের সঙ্গেও ঘটতে পারে। এটি তাদের সঙ্গে ঘটবেই যদি তারা তাদের জনগণের প্রতি ন্যায়পরায়ণ ও নিরপেক্ষ না হয়।