পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের পটিয়া পৌরসভার ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ।
আজ শনিবার (৩ ডিসেম্বর বিকেল ৩.১৫ ঘটিকার সময় পটিয়া থানা পুলিশের ডেভিলহান্ট ফেজ-২ এর বিশেষ অভিযানে পৌর সদরের মুন্সেফ বাজার এলাকা থেকে পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন (৫০) কে গ্রেফতার করা হয়। তিনি ১ নং ওয়ার্ড কাগজি পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে।
পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান,পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেনকে পটিয়া থানা বিশেষ অভিযানে গ্রেফতার করেছে। তাকে পটয়া থানার ১৮(০৮)২৪ নং মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।