সকালে বাতিল, বিকেলে বৈধ বিএনপি মনোনীত এমপি প্রার্থী জসিম উদদীন আহমেদের

চট্টগ্রাম ১৪ আসন-

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

অবশেষে মনোনয়নপত্র বৈধ হলো চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিন আহমেদের।

এর আগে রোববার (৪ ডিসেম্বর) সকালে জসিমের মনোনয়নপত্র প্রাথমিকভাবে স্থগিত করা হয়েছিল।

রোববার (৪ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয় চট্টগ্রাম-১৪ আসনের। এর সময় রিটার্নিং কর্মকর্তা তার খেলাপী ঋণের নানা কাগজপত্র খতিয়ে দেখেন।

যাচাই প্রক্রিয়ায় প্রার্থীর ব্যাংক ঋণ সংক্রান্ত তথ্য নিয়ে অস্পষ্টতা ও জটিলতা দেখা দেয়। তখন তাৎক্ষণিকভাবে মনোনয়ন স্থগিত রাখা হয়। এ সময় হতাশ হন তার সমর্থকরা।

তবে ঋণের কিছু কাগজপত্র না পাওয়ায় বিকেল ৪টা পর্যন্ত সময় বেঁধে দেন তাকে রিটার্ন কর্মকর্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। পরবর্তীতে উপযুক্ত কাগজপত্র হাজির করায় বিকেল সাড়ে ৪টার দিকে তার মনোনয়নপত্র বৈধ করা হয়।

চট্টগ্রাম-১৪ আসনের ৯ জনের মনোনয়ন পত্র যাচাই-বাছাই হয়। এ সময় এক শতাংশ ভোটারের সাক্ষর জটিলতার কারণে স্বতন্ত্রপ্রার্থী মোহাম্মদ মিজানুল হক চৌধুরী ও মোহাম্মদ নুরুল আনোয়ারের মনোনয়নপত্র বাতিল হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.