সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় জোরপূর্বক জায়গা দখলের সময় প্রতিপক্ষের হামলায় নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কুতুব পাড়ায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় একইদিন বিকাল ৫টার দিকে আহত ছকিনা বেগম (৪৫) বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখপূর্বক ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা বিবাদী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বিবাদীরা হলেন, মো. জিয়াবুল, মো. মানিক, মো. রুবেলসহ মোট ১০জন। তারা প্রত্যেকে উপজেলার সোনাকানিয়া ও মাদার্শা ইউনিয়নের বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জিয়াবুল, মানিক ও রুবেলের সঙ্গে বাদীর পরিবারের জায়গা সংক্রান্ত বিরোধ ও আদালতে মামলা চলে আসছিল। কিন্তু শুক্রবার সকালে তারা দলবল নিয়ে বিরোধপূর্ণ জায়গাটি জোরপূর্বক দখল করতে আসেন। এ সময় তারা দুটি আম গাছ, দুটি কাঁঠাল গাছ, ত্রিশটি সুপারী গাছ, একটি আমলকি গাছ, চারটি মেহগনি গাছ কেটে পেলেন এবং জায়গার চারপাশে পিলার দিয়ে সীমানা নির্ধারণ করেন। এ সময় ছকিনা বেগমের পরিবারের সদস্যরা বাধা প্রদান করলে তাদের উপর অতর্কিত হামলা চালানো হয়। এতে তিনিসহ অন্তত ৬ জন আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
আহত ছকিনা বেগম বলেন,আমাদেরকে হাসপাতালেও যেতে দিচ্ছেনা এবং স্টেশনের সকল সিএনজি ড্রাইভারদের নিষেধ করেছে আমাদের উপর হামলাকারীরা। সবার হাতে অস্ত্র ছিলো এবং অনেকেই মুখোশ পরেও হামলা করছে।পরে পুলিশ গিয়ে আমাদের উদ্ধার করে হাসপাতালে আনছে।
সাতকানিয়া থানার ওসি মনজুরুল হক বলেন,হ্যাঁ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক আছে।