লামায় বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ

ঘটনায় বন আইনে মামলা প্রক্রিয়াধীন-

 

ওসমান গনি 

বান্দরবানের লামায় বনবিভাগের বিশেষ টহল দল, লামা সদর রেঞ্জের ইয়াংছা বন ক্যাম্প এবং আলীকদম সেনা জোনের ইয়াংছা সেনা ক্যাম্পের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।

 

রবিবার (১১ জানুয়ারি) বিকাল আনুমানিক ৫টার নাগাদ লামা উপজেলার বনপুর বড় পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে সেগুন গোল কাঠ ৪৩ টুকরা, যার পরিমাণ প্রায় ৪০ ঘনফুট এবং সেগুন বল্লী ৫০টি, মোট আনুমানিক ৫০০ লম্বা ফুট কাঠ জব্দ করা হয়।

অভিযান শেষে জব্দকৃত কাঠ ইয়াংছা বন ক্যাম্প অফিসের হেফাজতে নেওয়া হয়েছে।

 

এ ঘটনায় বন আইনে প্রয়োজনীয় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে বন বিভাগ সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন

Your email address will not be published.