ওসমান গণি, বিশেষ প্রতিনিধি
বান্দরবান পার্বত্য জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১১ জানুয়ারি( রবিবার) জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনির সভাপতিত্বে এই জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান মহোদয়।
সভায় পুলিশ সুপার মো: আব্দুর রহমান তার বক্তব্যে বলেন জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন।
পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে নিবিড়ভাবে সকলের সাথে কাজ করার আশা ব্যক্ত করেন।
পুলিশ সুপার মো: আরিফুর রহমান আরো বলেন- “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছি। নির্বাচন একটি গণতান্ত্রিক উৎসব, তাই সকলের শান্তিপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করা আমাদের অঙ্গীকার।
আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠ পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত সকল সদস্যকে পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনি আচরণবিধি বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না। সকল সংস্থা, প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে আমরা একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রত্যাশা করছি। জনগণের নিরাপত্তা ও ভোটাধিকার প্রয়োগে আমরা সর্বোচ্চ সহযোগিতা প্রদান করব।”
এ-সময় বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।