লামা বনবিভাগ,ডলুছড়ি রেঞ্জের অধীনে আবারো জ্বালানি কাঠ ও গাড়ী জব্দ
সপ্তাহের ব্যবধানে ৩টি অভিযান চালায় ডলুছড়ি রেঞ্জ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বান্দরবান লামা বনবিভাগের অধীনে অবৈধ কাঠও কাঠবাহী গাড়ী জব্দ করেছেন লামা বনবিভাগের আওতাধীন ডলুছড়ি রেঞ্জ।
সোমবার(১৯শে জানুয়ারি) লামার ডলুছড়ি রেঞ্জের আওতাধীন ফাইতং ইউনিয়নের বানিয়ারছড়া টু গজালিয়া সংযোগ সড়কের বদরের টিলা এলাকা থেকে এই কাঠবোঝাই গাড়ী আটক করা হয়।
জানা যায়, লামা বনবিভাগের ডিএফও মোস্তাফিজুর রহমানের নির্দেশে ডলুছড়ি রেঞ্জের রেঞ্জার মো: হাবিবুল্লাহ’র নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে জ্বালানি কাঠ ও বহনকারী গাড়ীটিকেও আটক করেন রেঞ্জার হাবিবুল্লাহ।
রেঞ্জার হাবিবুল্লাহ চট্টগ্রাম সংবাদকে বলেন,জ্বালানি কাঠ ও বহনকারী গাড়ীটি বর্তমানে লামা রেঞ্জ অফিসের হেফাজতে আছে।
এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হবে।