মাইনউদ্দীন হাসান চৌধুরী খোকা, লোহাগাড়া উপজেলা চট্টগ্রাম
বান্দরবানের লামা উপজেলার সরই পুলিশ ফাঁড়ি, পুলিশের এক বিশেষ অভিযানে চুরি হওয়া দুটি গরু উদ্ধার এবং গরু বিক্রির নগদ টাকাসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।গত শনিবার (১০ জানুয়ারি) রাতে লামা ও চট্টগ্রামের লোহাগাড়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— লামা উপজেলার সরই ইউনিয়নের আব্দুল করিম (২৫), মোহাম্মদ কামরুজ্জামান (২৫), মোঃ আবদুল করিম (২৩) এবং চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের মোবারেক আলী (৪৯)।
পুলিশ জানায়, সম্প্রতি সরই ইউনিয়নের ঢেকিছড়া আন্দারী ফুলবাগান এলাকার বাসিন্দা থংপং ম্রো-এর খামার বাড়ির গোয়াল ঘর থেকে একটি ষাঁড় ও একটি গাভী চুরি হয়। এই ঘটনায় লামা থানায় মামলা দায়ের করা হলে তদন্তে নামে পুলিশ।
লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মাসুম সরদার এবং লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামালের সার্বিক তত্ত্বাবধানে কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ আতিকুর রহমান ও এসআই দীপন পালের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযানে নামে। শনিবার সন্ধ্যা পৌনে ৭টা থেকে রাত পৌনে ১১টা পর্যন্ত পরিচালিত অভিযানে আসামিদের গ্রেপ্তার করা হয়।
এ সময় আসামিদের হেফাজত থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া দুটি গরু এবং একটি গরু বিক্রির নগদ ৬২ হাজার টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, “গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। তাদের তথ্যের ভিত্তিতেই চুরি হওয়া গরু ও টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। আসামিদের বিধি মোতাবেক রোববার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”
লামা থানা পুলিশের এই সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।