মিরসরাইয়ে নুরুল গনী ইসলামিক একাডেমির ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

 

মিরসরাই প্রতিনিধিঃ

নুরুল গনী ইসলামিক একাডেমির অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিল ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, জনদরদী, সমাজসেবক ও অত্র এলাকার কৃতী সন্তান জনাব দিদারুল আলম শামীম।

 

সভাপতির বক্তব্যে তিনি বলেন, নুরুল গনী ইসলামিক একাডেমি শুধু একটি নূরানী মাদ্রাসাই নয়, বরং কুরআন-সুন্নাহভিত্তিক আদর্শ মানুষ গড়ার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তিনি উল্লেখ করেন, নৈতিকতা, আদব-আখলাক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ের মাধ্যমে আগামী প্রজন্মকে গড়ে তুলতে এই মাদ্রাসা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

তিনি সমাজের শিক্ষানুরাগী ব্যক্তি, বিত্তবান, অভিভাবক ও সর্বস্তরের মুসলমানদের প্রতি মাদ্রাসার সার্বিক উন্নয়ন—বিশেষ করে অবকাঠামো সম্প্রসারণ, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ এবং দরিদ্র ও এতিম শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।

 

তিনি বলেন, “দ্বীনি শিক্ষায় বিনিয়োগ সদকায়ে জারিয়া হিসেবে পরকালে মুক্তির অন্যতম মাধ্যম হতে পারে।”
সভাপতি আরও বলেন, বর্তমান সমাজে নৈতিক অবক্ষয় ও ধর্মীয় মূল্যবোধের সংকট নিরসনে নূরানী মাদ্রাসার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে সম্মিলিত উদ্যোগ ও সার্বিক সহযোগিতা একান্ত প্রয়োজন।

বক্তব্যের শেষাংশে তিনি মাহফিল বাস্তবায়নে সহযোগিতাকারী ওলামায়ে কেরাম, দাঈ, মুসল্লি, দাতা সদস্য এবং আয়োজক কমিটির সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নুরুল গনী ইসলামিক একাডেমির উত্তরোত্তর সফলতা কামনা করে দোয়া করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.