চট্টগ্রামে ব্যবসায়ীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বন্দর থানার কলসিদিঘীর পাড় এলাকায় গলায় ফাঁস দিয়ে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছে। ব্যবসায়ীর নাম মো. জসিম (৪২)।

আজ শুক্রবার (২১ মে) দুপুরের দিকে নুর মোহাম্মদ ভবনে এ ঘটনা ঘটে।

জসিম পটুয়াখালী ভাওয়াল উপজেলা দাশ পাড়া গ্রামের ইসহাক হাওলাদারের ছেলে।

হাসপাতালে নিয়ে আসা নিহতের ভাই মো. মনির বলেন, জসিম বন্দর এলাকায় ফুটপাতে চায়ের দোকান করতেন। দুই মেয়ে ও এক ছেলে। মেয়েগুলো বিয়ে দিয়েছেন। ছেলের জন্য বউ আনার জন্য কনে দেখতেছেন। মাঝেমধ্যে তিনি নেশা করতেন। কী কারণে আজ বাসার দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে আত্মহত্যার চেষ্টা করেছেন জানি না? এ অবস্থায় দরজা ভেঙে তাকে উদ্ধার করি। রাস্তায় গাড়িতে পানিও খাওয়ানো হয়ছিল।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া জানান, বেলা দেড়টার দিকে জসিম নামে একজনকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.