চট্টগ্রামে আরও ১০২৬ জন আক্রান্ত, শনাক্তের হার ৩৯%

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ২৬ জন। তবে এ সময়ের মধ্যে মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি।

রোববার (২৩ জানুয়ারি) জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৮২২ জন নগরীর এবং ২০৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। মহানগরের বাইরে করোনায় আক্রান্ত হিসেবে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে রাউজান উপজেলায়, ২৭ জন।

নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ৬৫৫ জনের। এ হিসেবে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩৮ দশমিক ৬৪ শতাংশ।

এর আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৭০৪ জন আক্রান্তের তথ্য এসেছিল।

চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা শনাক্ত হয়। এরপর ওই বছরের ৯ এপ্রিল করোনায় প্রথম কেউ মারা যান।

জেলা সিভিল সার্জনের কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানিয়েছেন, গত ২১ মাসে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হয়েছে ১ লাখ ১১ হাজার ১২৩। মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৪৩।

চট্টগ্রাম সংবাদ/ আই এইচ।

মন্তব্য করুন

Your email address will not be published.