এবার সাতকানিয়ায় আন্ডার মেট্রিক পাশ মাদ্রাসা শিক্ষক বেধড়ক পেটালেন অবুঝ শিশুকে!

নিজস্ব প্রতিবেদক:

সাতকানিয়ায় এবার মাদ্রাসা শিক্ষক বেধড়ক পিটিয়ে আহত করলো একই মাদ্রাসার এক শিশুকে।

শনিবার (১৩ মার্চ) বিকালে উপজেলার সোনাকানিয়ার ৬নং ওয়ার্ডের গারাংগিয়ার রঙ্গি পাড়ার হেফজ খানার মাদ্রাসার শিক্ষক মোঃ ইদ্রিসের ছেলে মোঃ কামরুল (১৭)কে শিশু ছাত্রকে পিটানোর অভিযোগে গ্রেফতার করে সাতকানিয়া থানা পুলিশ।

জানা যায়, গত ১১ই মার্চ বৃহস্পতিবার রঙ্গিপাড়ার আবু তাহেরের ছেলে মোঃআব্দুল্লাহকে (৬) হেফজ খানার (আন্ডার মেট্রিক পাশ) তরুণ শিক্ষক ইদ্রিসের ছেলে মোঃ কামরুল বেধড়ক পিটায়। পরে ঐ শিশু ছাত্রের পরিবার স্থানীয় পল্লী চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা করিয়ে পরে অবস্থার অবনতি হলে গত শুক্রবার (১২ই মার্চ) সাতকানিয়া সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পরে এমন মর্মান্তিক ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাতকানিয়া থানা পুলিশ আজ বিকাল ৪টায় অভিযুক্ত শিক্ষক কামরুলকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নেয় বলে সত্যতা স্বীকার করেন সাতকানিয়া থানার এএসআই জিহাদ।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, এই মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নুরুল আমিন স্থানীয়ভাবে জামায়াত নেতা ও প্রভাবশালী হওয়ায় শিক্ষক নিয়োগে কোন সার্টিফিকেটধারী শিক্ষক নিয়োগ প্রয়োজন মনে করে না, তার মতাদর্শেই হলেই হলো।

মন্তব্য করুন

Your email address will not be published.