তেলাপোকার বিষ খেয়ে চবি ছাত্রীর আত্মহত্যা

 

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিজ বাসায় আত্মহত্যা করেছেন। তেলাপোকা মারার বিষ খেয়ে ওই ছাত্রী আত্মহত্যা করেন বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে তেলাপোকা মারার ওষুধ খান ওই ছাত্রী। রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত সুমি ত্রিপুরা (২৩) চবি’র ইতিহাস বিভাগের ২০১৭-২০১৮ সেশনের শিক্ষার্থী।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নুরুল আজিম শিকদার সারাবাংলাকে বলেন, আমরা জানতে পেরেছি, পরিবারের সদস্যদের সঙ্গে রাগারাগি করে সুমি ত্রিপুরা তেলাপোকা মারার বিষ খান। পরিবারের সদস্যরা তাকে প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই তিনি মারা যান।

জানা গেছে, সুমি ত্রিপুরার বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে। বিশ্ববিদ্যালয়ের শাহী কলোনির বিপরীতে ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন। তার বড় ভাই সীতাকুণ্ড থানায় উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত আছেন। ছোট ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

মন্তব্য করুন

Your email address will not be published.