চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের উপর বিরক্তি প্রকাশ করেছেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
তিনি বলেন, এটি মেয়াদোত্তীর্ণ কমিটি। সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে আমরা শিগগিরই নতুন নেতৃত্ব দেওয়ার চেষ্টা করব। চবি ছাত্রলীগের উপর আমরা বিরক্ত। আমি বরিশাল আসছি। ফিরে শিগগির আমরা ব্যবস্থা নিচ্ছি।
শাখা ছাত্রলীগের চলমান সংঘর্ষের ব্যাপারে বলতে গিয়ে এসব কথা বলেন তিনি।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কখনো সংঘাতকে বরদাশত করে না। আমরা এ ব্যাপারে খতিয়ে দেখে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
এর আগে গতকাল বুধবার (৩১ মে) দিবাগত রাত ১০টার দিকে শাহ আমানত হলের সামনে অবস্থিত একটি খাবার হোটেলে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার দুপুর থেকে তিন ঘণ্টাব্যাপি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ২৪ নেতাকর্মী আহত হয়েছে।