নানা আয়োজনে বান্দরবানে শান্তি চুক্তির ২৬ বর্ষপূর্তি উদযাপন

নানা আয়োজনে বান্দরবানে পার্বত্য শান্তি চুক্তির ২৬তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

আজ শনিবার সকালে জেলা পরিষদের আয়োজনে বান্দরবানে জেলা প্রশাসন চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় মারমা, চাকমা, বম, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, ম্রো, খুমীসহ পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠী নারী-পুরুষেরা অংশ নেয়। এদিকে স্থানীয় রাজারমাঠে সেনাবাহিনীর বান্দরবান জোনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বান্দরবান ৬৯ সেনা রিজিয়ন কমান্ডার ব্রীগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ। এ সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহীনসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published.