কর্ণফুলীতে ইয়াবাসহ ইটভাটার শ্রমিক ধরা

চট্টগ্রামের কর্ণফুলীতে এক যাত্রীর প্যান্টের ব্যাল্ট থেকে ৫০০ পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। পরে মো. নুর ছাফা (৩৯) নামের ওই যাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ জুন) দুপুরে উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত নুর ছাফা কক্সবাজার রামু উপজেলার কালারপাড়া গ্রামের মোহাম্মদ ছিদ্দিকের ছেলে। সে পেশায় ইট ভাটার শ্রমিক।

পুলিশ সূত্র জানায়, নুর ছাফা মইজ্জ্যারটেক বাস থেকে নেমে ঘোরাফেরা করছিলেন। পরে তাকে সন্দেহজনক মনে হওয়াতে আটক করে তল্লাশি করা হয়। এক পর্যায়ে সে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। তার কোমরে বিশেষভাবে বানানো ব্যাল্ট থেকে ৫০০ পিস ইয়াবা জব্দ করা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাঁচ হাজার টাকার বিনিময়ে ইয়াবাগুলো সে কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছেন বলে স্বীকার করেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান শিকলবাহা পুলিশ ফাঁড়ির আইসি এসআই মো. মোবারক হোসেন।

মন্তব্য করুন

Your email address will not be published.