অস্ত্রহাতে সাতকানিয়ার যুবকের সেলফি, ধরে আনলো বাকলিয়া পুলিশ

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকায় রায়হান ফেরদৌস মোরশেদ (২৪) নামে এক যুবকের পকেটে তল্লাশি চালিয়ে একটি অবিস্ফোরিত কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। পরে তার বাড়ি থেকে উদ্ধার করা হয় একনলা বন্দুক ও আরেকটি .৩০৩ ক্যালিবারের অবিস্ফোরিত কার্তুজ।

রবিবার (৩ নভেম্বর) দিবাগত রাতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দ্বীপের কুল বাংলাবাজার এলাকার বাড়ি থেকে বন্দুকটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, রাত তিনটার দিকে নতুন ব্রিজ এলাকায় রায়হানের আচরণ সন্দেহজনক মনে হয় বাকলিয়া থানার টহল পুলিশের কাছে। এ সময় তার পকেটে তল্লাশি চালিয়ে একটি অবিস্ফোরিত কার্তুজ উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতিতেই তিনি মোবাইল লুকানোর চেষ্টা করলে তার মোবাইল চেক করে বন্দুক হাতে একটি সেলফি দেখেন পুলিশ সদস্যরা।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ জানান, জিজ্ঞাসাবাদে একপর্যায়ে ওই যুবক স্বীকার করে বন্দুকটি তার বাড়িতে লুকানো আছে। সেই মোতাবেক তার বাড়িতে অভিযান চালানো হলে সেখান থেকে একটি একনলা বন্দুক এবং আরেকটি অবিস্ফোরিত .৩০৩ ক্যালিবারের কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.