ঘন কুয়াশা ও  তীব্র শৈত্য প্রবাহ ছাপিয়ে মাটি খেকোদের খোঁজে ইউএনও

সাতকানিয়ার বিভিন্ন ইউনিয়নে চলে এই অভিযান

 

সৈয়দ আককাস উদদীন

সোমবার ৬ই জানুয়ারী সাতকানিয়া উপজেলার বিভিন্ন জায়গায় আনুমানিক রাত ১১ হতে রাত ৩.৩০ পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস এই অভিযান পরিচালনা করেন।

জানা যায়, সাতকানিয়ার কেঁওচিয়া, নলুয়া ও সাতকানিয়া সদর ইউনিয়নের কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস।

ইউএনও মিল্টন বিশ্বাস বলেন,আমাদের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। তারা পালিয়ে গেলেও আমরা ঘটনাস্থল থেকে একটি স্কেভেটর আটক করি।

 

মন্তব্য করুন

Your email address will not be published.