সাতকানিয়া-কনকনে ঠান্ডায়  পথচারীদের উষ্ণতায় ইউএন’র’কম্বল বিতরণ

সৈয়দ আককাস উদদীন

কথায় আছে ‘কারো পৌষ মাস, কারো সর্বনাশ’। শীতকাল ধনীদের কাছে একটি সুখকর সময় মনে হলেও দুস্থ অসহায় মানুষের কাছে সর্বনাশই। কারণ, শীতকাল এলেই ধনী বা মধ্যবিত্তদের মধ্যে বাহারি ডিজাইন ও নানা রঙের শীতের পোশাক কেনার ধুম পড়ে যাই। আর জাদের সামান্য একটি শীতের পোশাক কেনার সামর্থ্য নেই, তাদের কাছে শীতকাল মানেই সর্বনাশ।

এসব অসহায় ও দুস্থ মানুষের পাশে শীতবস্ত্র পুনে দিচ্ছে, সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (১২ জানুয়ারী) সোমবার দিবারাতে সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ও কালিয়াইশ ইউনিয়নের কেরানীহাট রাস্তার মাথা, মোলভীর দোকান ও বিওসি মোড় এলাকার শীতার্ত অসহায় মানুষের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ হতে কম্বল বিতরণ করেন, সাতকানিয়া উপজেলার নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাসেসহ। গরিব ও অসহায় মানুষগণ কম্বল পেয়ে অনেক খুশি হয়ে গেলে।

এসময় তিনি বলেন, “এ তীব্র শীতে আমরা আমাদের চারপাশে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াই।

মন্তব্য করুন

Your email address will not be published.