পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের পটিয়ায় পারিবারিক কলহে আবু তৈয়ব (২৮) নামের এক কাঠ মিস্ত্রির আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। সে পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মাওলানা মুসলিম উদ্দিনের বাড়ির বাদশা মিয়ার পুত্র।
সোমবার দুপুরের পর নিজ ঘরের চালের এ্যাঙ্গেলের সঙ্গে রশি দিয়ে কাঠ মিস্ত্রি আবু তৈয়ব আত্মহত্যা করে।
স্থানীয় সূত্রে জানা যায়,কাঠ মিস্ত্রি তৈয়ব ১ বছর আগে বিবাহ করেন। কিছুদিন ধরে তার পরিবারের মধ্যে কলহ চলে আসছিল। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহ চলছে। সোমবার দুপুরে সে নিজ ঘরে আত্মহত্যা করেন। নিজ ঘরে মরদেহ ঝুলে থাকার বিষয়টি থানা পুলিশকে জানানো হলে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করে।
পটিয়া থানার এসআই ইয়ামিন সুমন জানান, পারিবারিক কলহের জের ধরে আবু তৈয়ব নিজ ঘরে আত্মহত্যা করেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। তৈয়বের গলায় ফাঁস লাগনো রশির চিহ্ন রয়েছে।