পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামে পটিয়া সরকারি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মারুফ আব্দুল্লাহ কে সভাপতি ও মোহাম্মদ আজিম কে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক রবিউল হোসেন রবি ও সদস্য সচিব মোঃ কামরুদ্দীন সবুজ স্বাক্ষরিত এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ সাকিব আলম,
সহ-সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম, সহ-সভাপতি, মোহাম্মদ ইউনুচ, সহ-সভাপতি আজিজ আলমদার, সহ-সভাপতি ,মোহাম্মদ হোসেন
সহ-সভাপতি মোঃ ইরফাত আলী, সহ-সভাপতি সাকিবুর রহমান, সহ-সভাপতি আব্দুল মালেক,
সহ-সভাপতি রানা উদ্দীন,সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মিজান উদ্দীন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাকিব,যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ রানা,যুগ্ম-সাধারণ সম্পাদক ইরফান আহম্মদ সায়েম, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান,যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম,যুগ্ম-সাধারণ সম্পাদক অভিদুল ইসলাম,যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আরফাতুর রহমান রাকিব, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুরাদ, সহ-সাংগঠনিক সম্পাদক ওমর কায়েম রাব্বি,প্রচার সম্পাদক মোহাম্মদ ফয়সাল বিন আরফ। আগামী ৩০ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে চট্টগ্রাম দক্ষিণ ছাত্রদলের দপ্তর বরাবর জমা দিতে নতুন কমিটিকে নির্দেশ প্রদান করা হয়।
নব মনোনীত সভাপতি মারুফ আবদুল্লাহ জানান, দলের দু:সময়ে রাজপথে থেকে আমরা কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি পালন করেছি। পটিয়া সরকারি কলেজে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম তরান্বিত করা হবে। অতীতের মত ভবিষ্যতে যে কোন কর্মসূচি যথাযথভাবে সফল করা হবে।