চট্টগ্রামের সীতাকুণ্ডে কলেজছাত্রীকে গণধর্ষণ

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে এক কলেজছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ঘটনার পর স্থানীয়রা ওই তরুণীকে উদ্ধার করে সীতাকুণ্ড থানার পুলিশকে খবর দেন। বেলা ৩টার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, দুপুরে এক বন্ধুর সঙ্গে গুলিয়াখালী সৈকত এলাকায় ঘুরতে যান ওই শিক্ষার্থী। ওই এলাকার বেড়িবাঁধ পার হয়ে পশ্চিমে বাগানের ভেতরে সাগরপাড়ে যাওয়ার সময় চার যুবক তাকে জোর করে উপকূলীয় বনের বাগান এলাকায় নিয়ে যায়। এ সময় বখাটেরা সঙ্গে থাকা বন্ধুকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রেখে ওই তরুণীকে ধর্ষণ করে বলে জানা গেছে।

ওসি মুজিবুর রহমান আরও জানান, সংঘবদ্ধ ধর্ষণের খবর পেয়ে তাঁরা শিক্ষার্থীকে উদ্ধার করেন। ভুক্তভোগীর সঙ্গে প্রাথমিকভাবে আলাপ করা হয়েছে। অভিযোগ দায়েরের পর এই বিষয়ে বিস্তারিত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.