সাতকানিয়ায় নকল জুস ও জেলির মোড়ক বদলানোর কারখানা

সাতকানিয়া প্রতিনিধি

সাতকানিয়ায় নকল জুস ও জেলি তৈরির কারখানার সন্ধান মিলেছে। আজ শনিবার (১২ এপ্রিল) এসব কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

দুপুরে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা বাজারের পশ্চিম পার্শ্বে একটি বাসায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা বাজারের পশ্চিম পাশে একটি বাসার দুইটি কক্ষে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরিকৃত পণ্য মজুদ রেখে বিভিন্ন নামের মোড়ক লাগিয়ে সাতকানিয়ার বিভিন্ন দোকানে সরবরাহ করা হয়।

উক্ত তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে কক্ষ দুটি হতে মালিহা ফ্রুটস, মালিহা ফ্রুটস খালি কোটা ১০০০ টি, মালিহা জেলি খালি কোটা ৫০০টি, মালিহা লেভের মেশিন ১ টি, মালিহা নিল মেশিন ১ টি, রুপচান লেভেল ৩০০ টি, ভেঞ্জার অরেঞ্জ লেভেল ২০০ টি, রং ৫০০ গ্রাম, পাউডার ১২ প্যাকেট, ৫ স্টার মশার কয়েল ২৫ প্যাকেট, ইগলু মশার কয়েল ২৩ প্যাকেট, সিয়াম চা পাতা ১২০ প্যাকেট, ফুচকা ২০০ প্যাকেট, কুয়াশা লিচি ৫০ টি জব্দ করা হয়।

অভিযানের সময় বাসার কক্ষ দুইটিতে বিভিন্ন নামের জুস, লিচি জাতীয় পণ্য ও কেমিক্যাল পাওয়া যায়। সংরক্ষিত পণ্যগুলা যাচাইক্রমে পণ্যের মোড়কে বিএসটিআইয়ের অনুমোদনসহ মোড়কের জন্য প্রয়োজনীয় তথ্যসমূহ অনুপস্থিত পান।

অভিযানে এ সকল জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য পাওয়া কক্ষ দুটিতে রেখে কক্ষ দুটি সিলগালা করা হয়। এসকল পণ্য উৎপাদন ও সরবরাহকারীর তথ্য অনুসন্ধানপূর্বক তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য স্যানিটারি ইন্সপেক্টর সাতকানিয়াকে নির্দেশনা দেয়া হয়। উক্ত অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রে ফারিস্তা করিম।

অভিযানে সহায়তা করেন স্যানিটারি ইন্সপেক্টর সরোয়ার কামাল, সাতকানিয়া ক্যাম্পের বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ, পুলিশ সদস্যবৃন্দ ও ভূমি অফিসের

মন্তব্য করুন

Your email address will not be published.