ইয়াবাসহ একই সাথে ধরা, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও তার ভাই

 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে চট্টগ্রামের পটিয়া থেকে স্বেচ্ছাসেবক দলের নেতা ও এক সহোদরকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মনসার টেক এলাকার মৃত জালাল আহমদের পুত্র জামাল উদ্দিন মিন্টু (৪৩)। সে স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সহ-সভাপতি। একই  অভিযানে গ্রেফতার করা হয়েছে মিন্টুর ছোট ভাই জসিম উদ্দিন বাচাকে (৪০)।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এই দুই সহোদরকে ৯৪৯ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ব্যবসা প্রতিষ্ঠানের আড়ালে ইয়াবা ব্যবসা করে আসছিল স্বেচ্ছাসেবক দলের নেতা মিন্টু ও তার ভাইয়েরা।  গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটিয়া উপজেলার মনসার টেক এলাকা থেকে প্রথমে জসিম উদ্দিন বাচাকে ৩৪৯ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।   পরে তার স্বীকারোক্তি মতে স্বেচ্ছাসেবক দলের নেতা মিন্টুর ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি করে ক্যাশ বাক্স থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পটিয়ার উপ পরিদর্শক মোহাম্মদ পিয়ার হোসেন বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে হাতেনাতে দুই ভাইকে গ্রেফতার করেন।

 

আ ন ম সেলিম

পটিয়া,চট্টগ্রাম।

 

মন্তব্য করুন

Your email address will not be published.