ডেস্ক রিপোর্ট
বার্তা বাজার
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটিয়ে বিএনপিকে আনতে চান না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) মানিকগঞ্জে পথসভায় বক্তৃতা করেন তিনি।
সামান্তা বলেন, অন্তর্বর্তী সরকার এখনও জুলাই ঘোষণাপত্র ও সনদ দেয়নি। তারা কোনো দাবিই রাখেনি। কিন্তু নির্বাচনের ম্যান্ডেট বানিয়ে ফেলছে।
তিনি বলেন, সরকার সোহেল তাজের সঙ্গে দেখা করেছে। আওয়ামী লীগের কোনো রিকন্ডিশনড বাংলাদেশে ভীত গড়তে পারবে না। গড়তে দেয়া হবে না।
এনসিপির এ জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বলেন, দেশে এখনও চাঁদাবাজি বন্ধ হয়নি। আমরা আওয়ামী লীগকে হটিয়ে বিএনপিকে আনতে চাই না।
বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার বিষয়ে সামান্তা বলেন, গোপালগঞ্জকে আলাদা দ্বীপ বানিয়ে ফেলা হয়েছে। এটা হতে দেয়া হবে না।